ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। কাগজে-কলমে এখনো রিয়াল মাদ্রিদের কোচ হলেও সময় নিচ্ছেন না খুব একটা। আগামী ২৬ মে থেকে সেলেসাওদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন এ ইতালিয়ান ফুটবল গুরু। শোনা যাচ্ছে, আনচেলত্তির অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন কাকা। এরই মধ্যে সাবেক এ তারকা ফুটবলারের সঙ্গে নাকি যোগাযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিএনএন ব্রাজিলের উপস্থাপক বেঞ্জামিন ব্যাক দিয়েছিলেন খবরটা। এতদিন এটি ছিল উড়ো খবর।
এবার সেই উড়ো খবরটি আলোর মুখ দেখতে যাচ্ছে। কাকা নিজেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী সাবেক এ মাঝমাঠের তারকা জানিয়েছেন, প্রস্তাব পেলে আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রিয় দলের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে চান।
আনচেলত্তি ও কাকা- দুজন দুজনকে ভালো করে চেনেন। কাকাকে খুব কাছ থেকে দেখেছেন আনচেলত্তি। ছিলেন তার শিষ্য। একসঙ্গে কাজ করতে দুজনের সুবিধাই হবে। আনচেলত্তির কোচিংয়ে এসি মিলানের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের স্বাদ পেয়েছেন কাকা। সঙ্গে জেতেন ইতালিয়ান লিগ সেরি এ-র শিরোপাও। এমনকি ব্যালন ডি’অর ট্রফি হাতে তুলে নিয়েছেন ‘কোচদের ডন’ খ্যাত এই আনচেলত্তির অধীনে থেকেই। গুরু-শিষ্যের সম্পর্কের বাইরে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা বেশ উষ্ণ। শুধু তা-ই নয়, দুজনের পারস্পরিক বোঝাপড়াটাও দুর্দান্ত। এ কারণে ৪৩ বছরের কাকাও বেশ আগ্রহী আনচেলত্তির সঙ্গে কাজ করতে। তাই তো জানিয়ে রেখেছেন, কোচিং অভিজ্ঞতা বাড়িয়ে নিয়েছেন। এখন ব্রাজিল জাতীয় দলে কাজ করার সুযোগটা চান।
পাঁচ তারকায় সমৃদ্ধ ব্রাজিলের জার্সি গায়ে ৯২ ম্যাচ খেলা কাকা নিজের দেশের ইউটিউব চ্যানেল ‘কেজ টিভি’কে নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘সিবিএফ যদি মনে করে, জাতীয় দলকে সাহায্য করতে পারব, আমার মতে, সেই সময়টা এখনই। প্রস্তুত আমি।’ কাকা নিজের কোচিং অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘ফুটবল থেকে অবসর নিয়েছিল ২০১৭ সালে। এরপর থেকেই নিজেকে তৈরি করতে চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে স্পোর্টস বিজনেস নিয়ে কোর্স করেছি। সিবিএফে কোচিং কোর্স করেছি। বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে অভিজ্ঞতাও অর্জন করেছি। সুযোগ পেলে আমি ব্রাজিল জাতীয় দলকে সেবা দিতে তৈরি আছি।’