মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি থেকে কোনোরকম আর্থিক সুবিধা নেননি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত কর্মকর্তারা (প্রশাসক এবং সহাকারী প্রশাসক)। বরং সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানিয়েছে নগদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন খাতে খরচ কমানোর মাধ্যমে অর্থ সাশ্রয় করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব আয়ে পরিচালনার পর্যায়ে নিয়ে আসেন নিযুক্ত কর্মকর্তারা। তাদের সময়েই একদিনে সর্বোচ্চ লেনদেন এবং একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ে নগদ। নগদকে এমন অনন্য উচ্চতায় নিয়ে আসার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক ও সহকারী প্রশাসকদের ধন্যবাদ জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান হিসেবে নগদ এবং সে সময় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের হেয়প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে চক্রান্তে নেমেছে। এই দফায় তাদের আক্রমণের শিকার সে সময়ে নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক এবং সহকারী প্রশাসকরা। আর এক্ষেত্রে কিছু গণমাধ্যম ওই চক্রটির সঙ্গে হাত মিলিয়েছে।
গত বছর ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসকরা নগদ পরিচালনার সঙ্গে যুক্ত হন এবং গত ১২ মে পর্যন্ত তারা নগদের দায়িত্ব পালন করেন।