বত্রিশ দল নিয়ে নতুন আঙ্গিকে আগামী মাসে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে নিষিদ্ধ থাকবেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক। তাদের ‘উগ্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। যেখানে অংশ নেবে আর্জেন্টিনার দুই ক্লাব রিভারপ্লেট ও বোকা জুনিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ১৫ হাজার সমর্থকের একটি তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ। যেন এসব উগ্র সমর্থকরা ক্লাব বিশ্বকাপ দেখার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না পান।
এই বিষয়ে গণমাধ্যমে বুলরিখ বলেন, ‘উগ্র সমর্থকের তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ আছেন। এদের কেউই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে লিপ্ত হওয়া কোনো উগ্র সমর্থক ক্লাব বিশ্বকাপে না যাক। এটা নিশ্চিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’