রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটাই হলো। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি ছেড়ে ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। আগামী ফিফা বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে কাজ করবেন এ ইতালিয়ান কোচ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আজ সোমবার খবরটি নিশ্চিত করেছে।
চলাতি মৌসুম শেষে সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে পুরনো সম্পর্কটা চুকিয়ে ফেলছেন কিংবদন্তি কোচ আনচেলত্তি। এরপরই দায়িত্ব কাঁধে তুলে নেবেন সেলেসাওদের। লা লিগার এবারের মৌসুম শেষে ৬৫ বছরের এ কোচ আনুষ্ঠানিকভাবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলে কাজ শুরু করবেন ২৬ মে থেকে।
স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন আনচেলত্তি। দুই স্পেলে কোচ হিসেবে স্পেনের রাজধানীর ক্লাবটিকে ১৫টি শিরোপা উপহার দিয়েছেন। রোববারের এল ক্লাসিকোতে চিরশত্রু বার্সেলোনার কাছে সাত গোলের থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে হারের তেতো স্বাদ হজম করার পর এলো তার রিয়াল ছাড়ার খবর। স্প্যানিশ লিগে রিয়াল এখন শীর্ষে থাকা বার্সা থেকে পরিষ্কার সাত পয়েন্টে পিছিয়ে। মহাকাব্যিক ধ্রুপদি ম্যাচ জিতে লিগ শিরোপার দুয়ারে পৌঁছে যাওয়া বার্সার হাতে রয়েছে তিন ম্যাচ। কিন্তু শিরোপা জয়ের জন্য তাদের এক জয়ই যথেষ্ট। চলতি মৌসুমে চার এল ক্লাসিকোর চারটিতেই হার মানল রিয়াল। তাতে শিরোপা ছাড়াই মৌসুম শেষ করাটাও নিশ্চিত হয়ে গেছে রিয়ালের।