পাকিস্তানের তিন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটি নিজের আকাশসীমায় থেকে যুদ্ধবিমানের মাধ্যমে এসব হামলা চালিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানি গণমাধ্যম ডন।
ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের আজাদ কাশ্মীর, মুজফফরাবাদ ও ভাওয়ালপুর পড়েছে। এতে একটি মসজিদ, একটি পাওয়ার গ্রিড স্টেশনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী আইএসপিআর।
পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল লে. জেনারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সাহস পায়নি ভারত। দেশটির বিমান বাহিনীর সদস্যরা কাপুরুষের মতো রাতের গভীরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এর জবাবে ইতোমধ্যে পাকিস্তানের সব যুদ্ধবিমান উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।