চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার লড়াইটির কথা সহজে ভুলতে পারবে না ফুটবল প্রেমীরা। রোমাঞ্চ, নাটকীয়তা এবং গোলবন্যার ম্যাচটি রঙ বদলেছে ক্ষণে ক্ষণে। তাতে রাত জাগা সার্থক হয়েছে সমর্থকদের। অতিরিক্ত সময়ের গোলে এই ম্যাচের শেষ হাসি হেসেছে ইন্টার। বার্সাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান ক্লাবটি।
যথারীতি দ্বিতীয় লেগেও সবার বাড়তি নজর ছিল লামিনে ইয়ামালের দিকে। হতাশ করেননি এই স্প্যানিশ তরুণ। মাঠের খেলায় এদিনও দুর্দান্ত ছিলেন, নিংড়ে দিয়েছেন নিজের সেরাটা। কেবল একটি গোলই পাননি৷ বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেঁকিয়ে ইয়ামালকে গোলবঞ্চিত করেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের। তাই স্বাগতিকদের ফাইনালে উঠার অন্যতম নায়ক হয়ে থাকলেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।
অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলের অগ্রগামিতায় মৌসুমের প্রথম দল হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখল সাইমন ইনজাগির শিষ্যরা। পিএসজি ও আর্সেনালের মধ্যকার আরেক সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে দেখা হবে তাদের।
সান সিরোতে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে বার্সা। যদিও লাউতারো মার্টিনেস ও হাকান কালহানোগলুর কল্যাণে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার। এরপর বিরতির পর ছয় মিনিটের ব্যবধানে সফরকারীদের সেই দুর্দান্ত প্রত্যাবর্তন। ৫৪ ও ৬০ মিনিটে যথাক্রমে এরিক গার্সিয়া ও দানি ওলমোর কল্যাণে ম্যাচে ফেরে তারা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে রাফিনহা জালের দেখা পেলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সা।
যদিও বেশিক্ষণ সে খুশি স্থায়ী হয়নি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইন্টারের হয়ে সমতা টানেন আচের্বি। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করে ইন্টার। ৯৯ মিনিটে ডাভিডে ফ্রাত্তেসির গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয়। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।