জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের কমিটি তত্ত্বাবধানে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এ টিমের মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সারজিস আলম। গতকাল রোববার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। এতে অঞ্চলগুলোর কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাব করতে নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা উত্তর (মহানগর ও জেলা), গাজীপুর, নরসিংদী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি হিসেবে রয়েছেন সাইফুল্লাহ হায়দার আর রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলের ডেপুটি হিসেবে আছেন আলী নাসের খান। ঢাকা মহানগর উত্তরের তত্ত্বাবধায়ক মোস্তাক আহমেদ শিশির, সংগঠক ফরহাদ সোহেল, এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মনসুর।
গাজীপুর অঞ্চলের (গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা জেলা উত্তর) তত্ত্বাবধায়ক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সংগঠক আলী নাছের খান, অলিক মৃ, আজাদ খান ভাসানী ও আব্দুল্লাহ আল মুহিম। নরসিংদী অঞ্চলের (নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ) তত্ত্বাবধায়ক শিরীন আক্তার শেলী, সংগঠক খায়রুল কবির ও সাঈদ উজ্জ্বল।
দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) তত্ত্বাবধায়ক আবু সায়েদ লিয়ন; রংপুর অঞ্চল (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা) তত্ত্বাবধায়ক ড. আতিক মুজাহিদ, সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, রাসেল আহমেদ ও নাজমুল হাসান সোহাগ; রাজশাহী অঞ্চলের (রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ) তত্ত্বাবধায়ক ইমরান ইমন; বগুড়া অঞ্চলের (বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট) তত্ত্বাবধায়ক সাকিব মাহাদী, সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি); ময়মনসিংহ অঞ্চলের (ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর) তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আইনী, সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আবুল বাশার ও প্রীতম সোহাগ; সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) তত্ত্বাবধায়ক প্রীতম দাশ, সংগঠক নাহিদ উদ্দিন তারেক।