একে একে শিরোপা খুইয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেল রে’র শ্রেষ্ঠত্ব বার্সেলোনার কাছে হাতছাড়া করেছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের লড়াই থেকেও ছিটকে গেছে ইউরোপের রাজারা। আগামী জুনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে মৌখিক সম্মতি দিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে হঠাৎ করে তার রিয়াল ছাড়তে চাওয়াটা মেনে নিতে পারেনি রিয়াল কর্তৃপক্ষ। তাকে সেলেসাওদের কোচ হিসেবে পেতে আরো অপেক্ষায় থাকতে রাজি সিবিএফ। রিয়ালের সামনে এখনো একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। সেটি অবশ্য লা লিগায়।
রিয়ালে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে।
ব্রাজিল নতুন কোচ নিয়োগ দেবে ২৬ মে’র মধ্যে। কেননা জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ওই সময়ের মধ্যে দল ঘোষণা করতে হবে তাদের। আনচেলত্তি ও রিয়াল সভাপতি পেরেজের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। কোনো কারণে আনচেলত্তিকে না পেলে জর্জ জেসুস বা আবেল ফেরেইরাকে কোচ হিসেবে বেছে নিতে পারে সিবিএফ।