পাল্টা হামলায় ভারতের একটি চেকপোস্ট গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। গত রাতে কিয়ানি ও মণ্ডল সেক্টরে গুলিবিনিময় হয়। এরপর জবাব দেয় ইসলামাবাদ। বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্ত অগ্রাসনের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান। গত রাতে বিনা উসকানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ শুরু করে ভারত।
নিরাপত্তা সূত্র জানায়, ভারতের এই সীমান্ত গুলিবর্ষণের ঘটনা ঘটে কিয়ানি ও মণ্ডল সেক্টরে। যেখানে হালকা অস্ত্র ব্যবহার করা হয়। তবে পাকিস্তান সেনাবাহিনী শক্তভাবে পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বাহিনীকে উপযুক্তভাবে মোকাবিলা করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক পোস্ট ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে।