সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে নাবিল পরিবহনের হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল ইসলামের বাড়ি পঞ্চগড় জেলায়।
অপরদিকে রোববার দিবাগত রাত ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় আন্ডারপাস পার হয়ে ইউটার্ন নেয়ার সময় প্রাইভেটকারের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন অর্চনা রানী (৩৯) ও হৃদয় চন্দ্র দাস (২৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পৃথক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর সার্জেন্ট মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন।