২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন শুরুতেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। ব্লেসিং মুজারাবানির বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৩ রান করেন এই ওপেনার। জয় আউট হওয়ার কিছুক্ষণ পরই লিড নেয় বাংলাদেশ। সেই লিড এখন ৫০ ছাড়িয়েছে।
জয়ের আউটের পর চতুর্থ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। নেমেই হাতখুলে খেলতে থাকেন স্বাগতিক অধিনায়ক। তাকে সঙ্গ দেন মমিনুল। এই রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। ৪৬ রানে ব্যাট করছেন মমিনুল। শান্ত অপরাজিত আছেন ৩২ রানে।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করে স্বাগতিকরা। মমিনুল ১৫ ও জয় ২৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন।