গাজায় নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর ও কাতারের কাছ থেকে নতুন একটি প্রস্তাব গ্রহণ করেছে।
শনিবার হামাস প্রধান প্রধান খলিল আল-হায়াবিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
টেলিভিশনে দেয়া এক বক্তব্যে হামাস প্রধান খলিল আল-হায়া বলেছেন, দুই দিন আগে আমরা মিশর ও কাতারের পক্ষ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটি ইতিবাচক হিসেবে গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আশা করছি ইসরায়েল এটিকে প্রত্যাখ্যান করবে না। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় নেতৃত্ব দিয়ে আসছেন খলিল আল-হায়া।