ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের সঙ্গে মিল রেখে একই দিন বাণিজ্যিক ব্যাংকের সকল শাখা/উপশাখা বন্ধ রাখা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। তবে ঈদের আগে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর এর পূর্বে তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী–কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এসব শাখা খোলা রাখতে হবে। সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
এর মধ্যে ২৮ মার্চ ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত। ২৯ মার্চ ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।