বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। তবে এরপরেই বুকে ব্যথা অনুভব করেন। ফলে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। তাকে তড়িঘড়ি করে নেওয়া হয় সাভারের একটি স্থানীয় হাসপাতালে।
সেখানে তামিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আপাতত ঢাকায় আনা হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে তবেই ঢাকায় আনা হবে তাকে।
তামিমের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে মোহামেডান। সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।
সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন তামিম ইকবাল। ফলে প্রথমেই মাঠের পাশে থাকা একটি হাসপাতালে তার ইসিজি করানো হয়। সেখান থেকে মাঠে ফেরার পথে ফের ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার পরীক্ষার পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। সেখানে তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি।
তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির ১৯তম বোর্ড সভা। জানা গেছে, বিসিবি পরিচালকরা সবাই তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।