দুই দফায় হার্ট অ্যাটাক করা তামিম ইকবালের হার্টে একটি রিং পরানো হয়েছে। এখন তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।
সোমবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। এ ম্যাচ শুরুর আগে টস করেন তামিম ইকবাল। এরপরেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। আপাতত সেখানেই আছেন তামিম।
তামিমের শারীরিক অবস্থার অনুকূলে না থাকায় তাকে তৎক্ষনাৎ ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপিতে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। পরিস্থিতির উন্নতি হলেই তাকে ঢাকায় আনা হবে।
তামিমের অসুস্থতার খবর শুনে বিকেএসপিতে ছুটে গিয়েছে তামিমের পরিবার। সেখানে তার স্ত্রী আয়েশা ইকবাল ও বড় ভাই নাফিস ইকবাল উপস্থিত আছেন।