রাজধানীর ঝিগাতলায় বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে দুই শিশু ও দুজন নারী রয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ১০তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৭টা ৫৮ মিনিটে।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের ডিউটি অফিসার শাহজাহান হোসাইন আমার দেশকে জানান, পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।