বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

১৫ রমজানের মধ্যে প্রণোদনার সাত হাজার কোটি টাকা চায় বিকেএমইএ

  • সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩.১৫ পিএম
  • ৪১ জন

বর্তমান ২০২৪-২৫ অর্থ বছরে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা বাবদ চলতি মার্চ ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে দাবি জমা সাত হাজার কোটি টাকা। ঈদের আগে আগামী ১৫ রমজানের মধ্যে প্রণোদনার পাওনা সাত হাজার কোটি টাকা দাবি করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

মঙ্গলবার অর্থসহায়তা সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের কাছে পাঠায় সংগঠনটি। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সই করা চিঠিতে সরকারের কাছে নগদ সহায়তার জন্য এই আবেদন জানানো হয়।

চিঠিতে পাওনা টাকা দাবি করে মোহাম্মদ হাতেম লিখেন, যদি দ্রুততম সময়ের মধ্যে (১৫ রমজানের মধ্যে) নগদ সহায়তা বাবদ উক্ত পাওনা সাত হাজার কোটি টাকা ছাড় করা না হয় তবে রপ্তানি খাতে একটা মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে।

চিঠিতে বলা হয়, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি তৈরি পোশাক শিল্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানগুলো এক কঠিন সময় অতিবাহিত করছে। এছাড়াও বিগত সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলসমূহে দীর্ঘ সময়কাল ধরে বিভিন্ন ধাপে কারখানাগুলোতে শ্রম অসন্তোষ বিরাজমান থাকার ফলে কারখানাসমুহ বন্ধ ছিল বিধায়, উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে এ সময়ে অস্বাভাবিকভাবে উৎপাদন খরচও বেড়েছে।

নগদ অর্থের সংকট দেখা দিয়েছে উল্লেখ করে এতে বলা হয়, কিন্তু দেশের রপ্তানি শিল্পের উপর বায়ারদের আস্থা ধরে রাখার স্বার্থে তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাগণ অনেক ক্ষেত্রেই মূল উৎপাদন খরচের থেকে কম মূল্যে কার্যাদেশ গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। উল্লিখিত পরিস্থিতিতে কার্যাদেশ বাড়লেও বিভিন্ন কারখানাতে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে।

এছাড়াও সামনেই রয়েছে বেতন ও ঈদ বোনাসের বিশাল চাপ। এমন এক কঠিন পরিস্থিতিতে বেতন, বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করতে না পারলে পুনরায় শ্রম অসন্তোষ ঘটার আশঙ্কা রয়েছে এবং স্বার্থান্বেসী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ পেয়ে যাবে। এহেন পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পে স্থিতিশীলতা এবং উৎপাদন ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের তথা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ হাতেম চিঠিতে দাবি করেন, এমতাবস্থায়, অতি জরুরি ভিত্তিতে চলতি মার্চ ২০২৫ মাসের (১৫ রমজানের মধ্যে) মধ্যে নগদ সহাতা বাবদ প্রাপ্য ৭ হাজার কোটি টাকা ছাড়করণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনা নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com