বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মালামাল কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে বুধবার এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
অভিযানকালে দুদক বেবিচকের সংশ্লিষ্ট ট্রলি ক্রয়ের বাজার দর যাচাই কমিটি, দরপত্র মূল্যায়ন কমিটি, অনুমোদনের কপিসহ একক প্রতি ল্যাগেজ (ট্রলি) ক্রয়ের নথিপত্র সংগ্রহ করে। নথিপত্রে দেখে ১৬০ ডলার মূল্যের লাগেজ (ট্রলি) ৩৭০ ডলারে ক্রয় করা হয়েছে।
এ ছাড়াও পর্যাপ্ত ‘রেসপসিভ’ ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদন না করার কারণে দরপত্রের পুনঃ দুরপত্র না হওয়া, উচ্চ মূল্যে লাগেজ ট্রলি ক্রয়ের কারণ পর্যালোচনা করবে দুদক। বিষয়টি পরবর্তীতে কমিশন বরাবরপ্রতিবেদন দাখিল করা হবে।