ইনিংসের গোড়াপত্তন করতে নেমে তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের আউট হওয়া দেখেছেন। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন নাজমুল হোসেন শান্ত। ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ইনিংসের শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করছেন শান্ত। মিচেল স্যান্টনারের করা ইনিংসের ২৪তম ওভারে ফিফটি করেন। অর্ধশতক হাঁকাতে ৭১ বল খেলেন এই বাঁহাতি ব্যাটার। সাতটি বাউন্ডারি মারেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের শুরুটা হয় হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় তারা। দলের পরাজয়ের দিনে ব্যাট হাতে হতাশা উপহার দেন শান্ত। প্রতিবেশী দেশটির বিপক্ষে ওয়ানডাউনে ব্যাট করতে নামেন। ২ বল মোকাবেলা করে কোনো রান না করতে পারা এই ব্যাটার আউট হন হার্শিত রানার বলে। দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনের মুহূর্তে ফিফটি করে ছন্দে ফিরলেন শান্ত।