বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

আইডিএবির প্রথম নির্বাহী কমিটির শপথ

  • সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২০ পিএম
  • ৩৯ জন

বাংলাদেশে প্রথমবারের মতো স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং অন্যান্য সমসাময়িক পেশাজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ (আইডিএবি)। গতকাল রোববার এর প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ পাঠ করেন কমিটির ১১ জন নির্বাচিত সদস্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ স্থপতি ইনিস্টিউটের প্রেসিডেন্ট ড. আবু সাঈদ এম আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এফ.এম মহিউদ্দিন আখন্দ, স্থপতি তানিয়া করিম, গণর্পূত ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, স্থপতি আমিনুল ইসলাম ইমন, আইডিএবির প্রতিষ্ঠা আহবায়ক শফিউল ইসলাম।

এর আগে গত ১২ জানুয়ারি মিরপুর ক্রিস্টাল ক্যাসেল কনভেনশান হলে অনুস্টিত প্রথম সভায় প্রথম কাযকরী কমিটি তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ কামরুল আহসান, প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরন, ভাইস প্রেসিডেন্ট আকিটেক্ট সজীব জাহান। এছাড়া ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিকদার, আকিটেক্ট ইসমাইল পারভেজ, মো. আবদুর রহিম

সুমন প্রমানিক, এনামুল হক, শরিফুল ইসলাম, নিয়াজুর রহমান ও ইরফান বাবু।

আইডিএবির বিদায়ী আহ্বায়ক শফিউল ইসলাম বলেন, সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের কাছে বাংলাদেশের সব ইন্টেরিয়র ডিজাইনারদের অনেক দাবি, যা এই ইসি কমিটি পূরণ করবেন। বেশিরভাগ অ্যাসোসিয়েশনে ইলেকশনের জন্য বিরোধ হয়। আমরা চায় না সেটা হোক। আমরা প্রত্যাশা করি আইডিএবি রাজনীতি মুক্ত থাকবে, দলীয় মুক্ত থাকবে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আমরা কাউকে নির্বাচন করতে দিব না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com