চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যায় আয়োজকরা। তাই ভারতের বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে ম্যান ইন গ্রিনদের। হারলে সেমিফাইনালের দৌঁড় থেকে একরকম ছিটকে যাবে তারা।
অন্যদিকে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় তারা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের।
দুই দলের একাদশ:
পাকিস্তান: বাবর আজম, ইমাম উল হক, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, সালমান আলি আগা, মোহাম্মদ রিজওয়ান, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।