চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে রাখা হয়নি গতি তারকা হিসেবে পরিচিত নাহিদ রানাকে। তার পরিবর্তে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। অন্যদিকে সমান তিনজন করে পেসার ও স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।