বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

শেষ মুহূর্তের গোলে নক আউটে বায়ার্ন

  • সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৩৮ পিএম
  • ৪৯ জন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফের দ্বিতীয় পর্বে সেল্টিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে শেষ ষোলতে পৌঁছে গেছে জার্মান জায়ান্টরা। অন্যদিকে অঘটনের শিকার হয়েছে এসি মিলান। প্লে অফ থেকে বিদায় নিয়েছে তারা।

প্লে অফের প্রথম পর্বে সেল্টিকের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বায়ার্ন। তাই হার এড়ালেই চলতো তাদের। এমন সমীকরণে আলিয়াঞ্জ অ্যারেনায় ৬৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। সেল্টিকের হয়ে গোল করেন কুন। তাতেই দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফনসো ডেভিস গোল করলে ৩-২ গোলে এগিয়ে যায় বায়ার্ন। তাই আর অতিরিক্ত সময়ে খেলা গড়ায়নি।

নক আউটে যাওয়ার জন্য ফেয়নুর্দের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হতো এসি মিলানকে। কারণ প্রথম পর্বে তাদের সঙ্গী ছিল ১-০ গোলের হার। অবশ্য সে চাপ কাবু করতে পারেনি তাদের। সান সিরোতে জিমেনেসের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে অতিথিরা। ৭৩ মিনিটে তাদের হয়ে জালে বল জড়ান ক্যারানজা। এই গোলের ওপর দাঁড়িয়ে ১-১ সমতায় ম্যাচ শেষ করে ডাচ ক্লাবটি। সেই সঙ্গে ২-১ গোলে এগিয়ে থেকে পরের ধাপে পা রেখেছে তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com