নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় একথা জানান তিনি।
এসময় ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। এটা বিপদজনক। নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে, সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেয়ার সমালোচনা করেন তিনি। ফখরুল বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান মির্জা ফখরুল।
এসময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছে তা কেউ মানবে না।