চলমান সংকটের মধ্যেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে এখনো বিজ্ঞপ্তি দেয়নি বাফুফে।
গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ ফুটবলার। এই ৩১ জনের মধ্যে আনাই মুঘিনি এবার ক্যাম্পে নেই। বাকি ৩০ জনের মধ্যে অধিনায়ক সাবিনাসহ মোট ১৮ জন কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তারা অনুশীলন করছেন না। বাকি সিনিয়র দলে থাকা ১২ জন ও বিকেএসপি ও সেনাবাহিনীতে থাকা বয়সভিত্তিক খেলোয়াড়রা চুক্তিতে এসেছেন।
তবে বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাদের চুক্তিপত্রও প্রস্তুত রয়েছে। তারা কোচ বাটলারের অধীনে অনুশীলনে ফিরলে চুক্তির আওতায় আসবেন। তবে সাবিনারা এখনও বাটলারকে বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছেন।