আদানি পাওয়ারের কাছ থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করছে বাংলাদেশ। আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রর সঙ্গে বিরোধের ফলে বাংলাদেশ সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। মঙ্গলবার সকালে রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আদানি পাওয়ার সাথে ২৫ বছর মেয়াদি চুক্তি করে। এরপর থেকে ঝাড়খণ্ডে আদানির দুই বিলিয়ন ডলারের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবারাহ করে আসছে বাংলাদেশ। ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের এ বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের কাছে একচেটিয়াভাবে বিক্রি করছে।