শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু

  • সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৩৩ পিএম
  • ৪৩ জন

১ মাস ৯ দিন বিরতি দিয়ে পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার থেকে পুনরায় ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সংস্থাটি ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে ভ্রাম্যমাণ ট্রাকে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে বলে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

টিবিসি জানায়, সোমবার থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করবে। আগের মতো যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এ ছাড়াও জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী ছাড়াও অন্যান্য বিভাগীয় শহর ও বেশ কিছু নির্দিষ্ট জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে করে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রয় কার্যক্রম শিগগিরই শুরু করবে সংস্থাটি।

টিসিবি সূত্র জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ভোজ্যতেল ও ডাল বিক্রির কার্যক্রম আগে থেকেই চালু রয়েছে। তবে যাদের কার্ড নেই এমন ভোক্তাদের কাছে ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

টিসিবির ভাষ্যমতে, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা ৬০ টাকা কেজি ধরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, লিটার প্রতি ১০০ টাকা করে দুই লিটার ভোজ্যতেল, ৭০ টাকা করে এক কেজি চিনি, ৬০ টাকা করে দুই কেজি ছোলা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় কিনতে পারবেন। আসন্ন রমজান মাসকে সামনে রেখে অন্যান্য পণ্যের সঙ্গে ছোলা ও খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

অন্যদিকে টিসিবি জানিয়েছে, সারা দেশে টিসিবির পণ্য বিক্রির জন্য ৫৭ লাখ স্মার্ট পরিবার কার্ড তৈরি করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে। এর বাইরে আরও ছয় লাখ স্মার্ট কার্ড তৈরির (প্রিন্টিং) কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্ড চলতি মাসেই স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হবে। এ ছাড়া চলমান কার্ড তৈরির জন্য ইতিমধ্যে ১৫ লাখ এনআইডির তথ্য (ডেটা) যাচাই করা হয়েছে।

সরকার থেকে এসব স্মার্ট কার্ড বিনা মূল্যে ভোক্তাদের দেওয়া হচ্ছে। পাশাপাশি টিসিবির দায়িত্ব হচ্ছে আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে তা ভোক্তাদের কাছে পৌঁছানো। তবে কার্ড তৈরির জন্য উপকারভোগী বাছাই, তথ্য প্রদান, ভোক্তার কাছে কার্ড পৌঁছানো, কার্ড সচল করা ও পণ্য বিক্রি তদারকির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের।

এ কারণে স্মার্ট পরিবার কার্ডসংক্রান্ত সব বিষয়ে নিকটস্থ ওয়ার্ড কার্যালয় বা ইউএনও কার্যালয়ে যোগাযোগ করার জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে টিসিবি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৭০টি ও চট্টগ্রাম মহানগরে ৩০টি স্থানে ট্রাকসেলে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে আসছিল টিসিবি। পরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর কয়েকদিনের বিরতি দিয়ে আজ সোমবার থেকে পুনরায় এ কার্যক্রম শুরু করছে টিসিবি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com