শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

জায়মাকে নিয়ে রাজনীতিতে কৌতূহল

  • সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৩ এএম
  • ৪৫ জন

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদলে তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান অংশগ্রহণ করছেন- এ খবর পুরোনো। তবে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যের রাজনীতিতে অভিষেক হচ্ছে- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস লনে হচ্ছে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। আন্তর্জাতিকভাবে এ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে অংশগ্রহণকারীদের সাক্ষাৎ হয়ে থাকে। বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা এ অনুষ্ঠানে আগেও অংশ নিয়েছেন, এবারও অংশ নেবেন। এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানাবেন। ফলে বিশ্ব মিডিয়ার নজর থাকবে অনুষ্ঠানটির দিকে। উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়ে আসছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে ওয়াশিংটনে রয়েছেন। তাদের সঙ্গে সেখানে লন্ডন থেকে আসা জায়মা রহমানের সাক্ষাৎ হবে। ফলে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা।

জায়মা রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খেতাবপ্রাপ্ত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের মেয়ে। এক-এগারোর সময় বাবা তারেক রহমানের সঙ্গে ছোটবেলায় জায়মা লন্ডনে যান। ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন এটা স্বাভাবিক। তবে একটি অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমেই রাজনীতিতে তার অভিষেক হচ্ছে এটা বলা যায় না। রাজনৈতিক অঙ্গনের এই কৌতূহল নিয়ে আমরা কথা বলেছি বিএনপির তরুণ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রেকফাস্টে জায়মা রহমানের অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় আনন্দের খবর। দেশের তরুণ সমাজ এতে উচ্ছ্বসিত।

জায়মা রহমান বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করে লিঙ্কনস-ইন থেকে ব্যারিস্টার হয়েছেন। পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেছেন, সে সময় তার সঙ্গে ছিলেন জায়মা রহমান। এটাও কৌতূহলের কারণ। রাজনৈতিক নেতাকর্মীরা এও বলছেন যে, রাজনীতিতে জায়মা রহমানের অভিষেক হোক না হোক, তিনি রাজনীতির জ্ঞানলাভ করতেই পারেন।

রাষ্ট্রচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এ প্রসঙ্গে বলেন, একটি দেশের অনুষ্ঠানে বাবার পরিবর্তে মেয়ে অংশগ্রহণ করবেন। এ থেকে বলা যায় না তার রাজনীতিতে অভিষেক হয়ে গেল। তিনি যেদিন রাজনীতিতে নামবেন, জনগণের কাছে আসবেন, সেদিন আমরা বলব তিনি রাজনীতিতে আসবেন। এর আগে এ ধরনের কিছু বলে রাজনীতিকে জটিল করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ আমার দেশকে বলেন, এ ধরনের অনুষ্ঠানের যোগ দেওয়ায় এটা ইঙ্গিত দেয় যে, জায়মা রহমান রাজনীতিতে আসছেন। কারণ আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতিতে আসাটাই স্বাভাবিক। এটা বিএনপির জন্য একধরনের বার্তা।

তিনি বলেন, আমেরিকার পাবলিক ডিপ্লোমেটিক কোনো অনুষ্ঠানে কোনো দলকে দাওয়াত করা- মানে হচ্ছে সে দলের প্রতি এক ধরনের শুভদৃষ্টি। এটা দুই দিক থেকে ভালো। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন হবেÑএমন একটি সম্ভাবনাময় দল বিএনপি। সে দলের ভবিষ্যৎ কান্ডারি কে সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, জায়মা রহমানের অংশগ্রহণকে তরুণরা ইতিবাচকভাবে দেখবেন। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের পদচারণা হচ্ছে এটাই স্বস্তির খবর।

জিয়া পরিবারের সদস্য জায়মা রহমানের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেওয়ার মাধ্যমে তরুণ এবং যুবসমাজ আনন্দিত ও উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। তিনি আমার দেশকে বলেন, ওই অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জায়মা রহমান। তিনি শুধু বাবার প্রতিনিধিত্বই করবেন না, দেশের সব তরুণ সমাজেরও প্রতিনিধিত্ব করবেন।

আর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, জায়মা রহমানের দাদা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দাদি দেশের আপসহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন একটি রাজনৈতিক পরিবারের সদস্যের নেতৃত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাবেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ আমার দেশকে বলেন, বাংলাদেশের আগামী দিনের কান্ডারি তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জায়মা রহমান। এটা বাংলাদেশের জন্য গৌরবের। জায়মা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেওয়াকে রাজনীতিতে নতুন বার্তা বলে মনে করেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com