চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কমিন্সের খেলার সম্ভাবনা নেই বললেই চলে, এমন শঙ্কার কথা শুনিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাই সেরা আট দলের টুর্নামেন্টটির জন্য বিকল্প অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথকে এগিয়ে রাখছেন তিনি।
গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েন কামিন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। হাতে খুব বেশি সময় না থাকলেও চোট কাটিয়ে এখনও বোলিং শুরু করতে পারেননি কামিন্স।
কামিন্সের না থাকার শঙ্কার মাঝে অধিনায়ক হিসেবে স্মিথ ও ট্রভিস হেডকে নিয়ে পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকল্প হিসেবে এগিয়ে রাখতে গিয়ে স্মিথের অতীত অভিজ্ঞতা ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ নেতৃত্বের কথা শোনালেন ম্যাকডোনাল্ড।
তিনি বলেন, ‘কামিন্স এখনও বোলিং শুরু করতে পারেননি। তার খেলার সম্ভাবনা খুবই কম। তার মানে হলো আমাদের একজন বিকল্প অধিনায়ক দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে কামিন্সের সঙ্গে যখন আমাদের আলোচনা হয়েছে তখন স্মিথ ও হেডের নাম বিবেচনায় এসেছে। নেতৃত্বের জন্য আমরা ওদের দুজনের দিকে তাকাব।’
অজি কোচ আরও বলেন, ‘স্মিথ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ নেতৃত্ব দিচ্ছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও কাজ করেছে সে। তাদের দুজনের মধ্যে একজনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে।’
সূত্রঃ দৈনিক আমার দেশ