কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিলে মানুষ মানবে না।
সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজার কাঠপট্টি টিসিবি রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংস্কার করেন তো করেন, যৌক্তিক সময়ের ভিতরে করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে। সমস্যা থাকবে সমাধান হবে। এটাই স্বাভাবিক! কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন; এদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিবে না।
আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার ও মেরামত করবে।