বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
শামীম হোসেন পাটোয়ারীর ৭৯ রানের ঝড়ের বিপরীতে বরিশালের হয়ে ৫৬ বলে ৮২* রানের হার না মানা দুর্বার ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তাতেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল।
মিরপুরে আজ সোমবার আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আলীর বোলিং তোপে চিটাগং কিংসের ব্যাটাররা ঠিকঠাক ব্যাটিংই করতে পারেননি। পারভেজ হোসেন ইমন ৩৬ ও শামীম পাটোয়ারীর ৭৯ রান ছাড়া বলার মতো স্কোর করেননি আর কোনো ব্যাটার।
এরপরেও দলটির সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৯ রান। ম্যাচসেরা মোহাম্মদ আলী ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে তাওহীদ হৃদয় ও দাভিদ মালানের (৩৪*) ব্যাটিং ঝড়ে ১৬ বল আগে জয় নিশ্চিত করে বরিশাল।