স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার জয়টা বলে কয়ে বেড়ানোর মতো নয়; ১-০ ব্যবধানে। যদিও এই ছোট জয়টাও বাড়তি স্বস্তি হয়ে এসেছে কাতালানদের জন্য। এর পেছনে কারণ একটাই, রিয়াল মাদ্রিদের সঙ্গে টেবিলে ব্যবধান কমে আসা।
আলাভেসকে হারানোর পর টেবিলে বার্সার উন্নতি হয়নি; যথারীতি তিনেই আছে তারা। তবে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখন তাদের পয়েন্টের ব্যবধান ৪ এ নেমে এসেছে। ২২ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৪৫ পয়েন্ট। চূড়ায় থাকা রিয়ালের নামের পাশে শোভা পাচ্ছে ৪৯ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবার্ত লেভানডভস্কি। ঘরের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ছিল স্বাগতিকদের পারফরম্যান্স। বিচ্ছিন্ন কিছু সুযোগ পেলেও অবনমন অঞ্চলের দল আলাভেসের জালে বল পাঠাতে পারেনি। ৬১ মিনিটে অপেক্ষা ফুরায় তাদের। ভলিতে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন লেভানডভস্কি। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় কাটিয়ে দেয় বার্সা।