ভারতের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। ৫ ম্যাচের সিরিজে টিকে থাকার জন্য তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হতো ইংলিশদের। এমন সমীকরণে খেলতে নেমে ভারতকে ২৬ রানে হারিয়েছে তারা।
মঙ্গলবার স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ১৭১ রান তোলে সফরকারী দল। জবাবে ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৫ রানে থামে ভারতের ইনিংস। স্বাগতিকদের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ২৪ রান করেন অভিষেক শর্মা। ২৪ রানে ৩ উইকেট নেন জেমি ওভারটন। ব্রাইডন কার্স ও জোফরা আর্চারের শিকার ২টি করে উইকেট।
এর আগে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বেন ডাকেট। ২৮ বলে ৫১ রান করেন এই ওপেনার। ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। ২২ বলের মোকাবেলায় ২ রান বেশি করেন জস বাটলার। ২৪ রান খরচায় ৫ উইকেট নেন ভরুণ চক্রবর্তী। দল হারলেও দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১৭১/৯ (২০ ওভার); বেন ডাকেট ৫১, লিভিংস্টোন ৪৩; ভরুণ চক্রবর্তী ৫/২৪
ভারত: ১৪৫/৯ (২০ ওভার); হার্দিক পান্ডিয়া ৪০, অভিষেক ২৪; ৩/২৪
ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী
ম্যাচসেরা: ভরুণ চক্রবর্তী