শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে কথা বললেন গভর্নর

  • সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৪.৪৮ পিএম
  • ৫৬ জন
সংগ্রহীত ছবি
দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আপনাদের আমরা উদ্ধার করব। একটু সময় দিতে হবে। এখনই পারা যাবে না, আমরা ধাপে ধাপে করবো, রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি। অনেক কিছুই করা হবে, এ বছরের মধ্যেই।

টাকা পান বা বন্ড পান, একটা কিছু তো পাবেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরড্যাপ মিলনায়তনে আয়োজিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত একজন আহসান এইচ মনসুরকে দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চান। তখন তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকেই বলছি, আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না।

আপনারা রেখেছেন। দুই শতাংশ সুদ বেশি দিয়েছে তাই রেখেছেন, এখন ধরা খেয়েছেন।

অনুষ্ঠানে এমআরএ উপস্থিত প্রতিবেদনে বলা হয়, দেশের ২০২৩-২৪ অর্থবছরে গ্রাহকদের মাঝে ৩ লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। যা তার আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

 

এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণ ২ লাখ ৬১ হাজার কোটি টাকা। ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো গ্রাহক থেকে ৯৭ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেন। এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সংগ্রহ করে ৬৮ হাজার কোটি টাকার আমানত।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে এমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠানের ২৬ হাজারের বেশি শাখার রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com