বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। অন্যদিকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। রবিবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে আট উইকেটে হারায় বরিশাল। ফ্রাঞ্চাইজিটির এই জয়ের নায়ক ফাহিম আশরাফ।
আগে ব্যাট করতে নেমে ফাহিমের দুর্দান্ত বোলিংয়ে ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। ফ্রাঞ্চাইজিটির ইনিংসের অর্ধেক পকেটে পুরেন ফাহিম। বিনিময়ে মাত্র ৭ রান খরচ করেন এই পাকিস্তানি ক্রিকেটার।
ফাহিমের বোলিং তাণ্ডবের দিনে সিলেটের কোনো ব্যাটার টি-টোয়েন্টিসূলভিইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন আসান বাটি। এক বল বেশি খেলেন তিনি। ১৯ বলে ২৪ রান করেন জাকের আলি। এছাড়া ১৩ রান করেন তানজিম হাসান সাকিব। ফাহিমের ফাইফারের দিনে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।
জবাবে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৪২ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ৩০ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সিলেটের হয়ে নাহিদুল ইসলাম ও সুমন খান একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ১১৬/১০ (১৮.১ ওভার); আসান বাটি ২৮, জাকের ২৪; ফাহিম আফরাফ ৭/৫
ফরচুন বরিশাল: ১২০/২ (১৬ ওভার); তামিম ৫২, মুশফিক ৪২; সুমন ১/১৭
ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফাহিম আশরাফ