সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে কদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল ভুয়া আইডি থেকে এসব গুজব ছড়াচ্ছে।
প্রধান উপদেষ্টার একটি ভুয়া পদত্যাগপত্রের কপি দিয়ে ফেসবুকে প্রচার করা হয়। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ বিদেশে চলে গেছেন বলে বিমানের টিকিটের ছবি প্রচার করা হয়। সরকারের একাধিক উপদেষ্টা ও প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো ভুয়া প্রচার বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি মহল তাদের অসৎ উদ্দেশ্যে এসব প্রচারণা চালাচ্ছে।
প্রধান উপদেষ্টার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলা হলেও ভেতরে এক মাস ধরে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ড. ইউনূস পাঁচ মাস ধরে দায়িত্ব পালন করছেন।
দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন। প্রতিদিন তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা এসব গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।