অস্ট্রেলিয়ার হয়ে বর্নাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যেসব কীর্তি গড়েছেন তাতে অনেক আগেই থেকেই মাইকেল ক্লার্ককে কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সেটাও পেলেন ক্লার্ক।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ক্লার্ক। দেশটির ৬৪তম ক্রিকেটার হিসেবে এই অনন্য সম্মান পেলেন অজিদের পঞ্চম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ক্লার্ক। ২০১৫ সালে অ্যাশেজ হারার পর হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে এক যুগের ক্যারিয়ারে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলেন ক্লার্ক। তিন সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে করেন ১৭ হাজার ১১২ রান। সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে ধরেন ৩৬ বার। বল হাতে ঝুলিতে পুরেন ৯৪ উইকেট। ক্লার্কের অধীনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।
লেখাঃ দৈনিক আমার দেশ