শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি

  • সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৫.৩৫ পিএম
  • ১৬৩ জন
সংগ্রহীত ছবি

রামপুরায় ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলিতে শহীদ ইসমাঈলের হত্যার ঘটনায় মিথ্যা মামলায় পাঁচজনের নাম প্রত্যাহারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ দাবি করেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডা. সাদি ও দারোয়ানদের মুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুর ইসলাম সেলিম, ঢাবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাইদ হাসান ও সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা।

সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদি বলেন, আমরা দেখেছি রিকশাচালক শহীদ ইসমাঈলের হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলা করা হয়। এই মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে (বৃহস্পতিবার) যাদের জামিন দেওয়া হয়েছে, এই মামলা থেকে সেই পাঁচজনের নাম রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে প্রত্যাহার করতে হবে।

তিনি আরো বলেন, এই মামলায় যারা কোনোভাবে সংশ্লিষ্ট না এবং এজাহারেও যাদের নাম নাই, তাদেরকে অজ্ঞাতনামা আসামি করে ৩০২ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যার কুশিলব হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তানভীর হোসেন জোহা। তার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে হাসিনাকে সাহায্য করারও বহু অভিযোগ আছে। অনতিবিলম্বে তাকে এই প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করাতে হবে এবং পুরো আইসিটি ট্রাইবুনালকে কলঙ্কমুক্ত করতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি গণ–অভ্যুত্থানে শহীদ ইসমাঈলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসক, ও হাসপাতালের দুজন দারোয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা–পুলিশ। পরে তাদের মুক্তির দাবিতে আন্দোলন করে চিকিৎসকদের সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

লেখাঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com