চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারতের আপত্তি যেন শেষই হতে চাইছে না। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে আট দলের এই লড়াই। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তান পাঠাতেও আপত্তি জানায় সংস্থাটি। এবার জার্সিতে আয়োজক দেশের নাম লিখা নিয়ে নতুন আপত্তি তোলেছে বিসিসিআই।
হাইব্রিড মডেলের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। যদিও টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকবে পাকিস্তানের নাম। আইসিসিরি নিয়ম বলছে, যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সব দলের জার্সিতে লোগোর নিচে আয়োজক দেশের নাম লিখা থাকে।
তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে অংশগ্রহণকারী সব দলের জার্সিতে পাকিস্তানের নাম থাকবে এটাই স্বাভাবিক। যদিও এই বিষয়টি নিয়ে আপত্তি তোলেছে ভারত। দেশটির গণমাধ্যমের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দলের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই ইস্যুতে বিসিসিআইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে পিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, বিসিসিআইয়ের এমন ভাবনা ক্রিকেটে রাজনীতি মেশানোর সামিল।