তিনবিঘা করিডোরসহ ৫ জেলায় সীমান্তে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগের আমলে করা অসম চু্ক্তি ও ভারতকে দেওয়া অন্যায্য সুবিধাগুলো পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।
তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে দু’দেশের সীমানা নিয়ে চারটি অসম চু্ক্তি করেছে। এর ফলে ভারত সীমান্ত রেখা অতিক্রম করে আমাদের সীমানায় এসে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের বিজিবির সাহসী সদস্যরা ও বীর জনতা ভারতের এ অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে তাদের সংগ্রামী অভিনন্দন জানাই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত ইস্যুতে দুই-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে কোন অবকাঠামো ও কোন তৎপরতা চালাতে পারবে না।
তিনি বলেন, আমরা আমাদের প্রতি ইঞ্চি জায়গা রক্ষায় বদ্ধপরিকর। সীমান্তে আমাদের পর্যাপ্ত শক্তি রয়েছে। তাছাড়া জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।