শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

খালেদা জিয়ার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

  • সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১০.২০ এএম
  • ৫ জন

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবারও ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্টসহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। তারা আগের রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় লন্ডন থেকে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, ‘ম্যাডাম (খালেদা জিয়া)  লম্বা জার্নির পরও অনেকটা সুস্থ আছেন। কারণ, তিনি দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়েছেন। ভর্তির পর থেকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আরও কিছু পরীক্ষার পর রিপোর্ট পেলে মেডিকেল বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক জানান, ‘আমি ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সবসময় হাসপাতালে আছি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন সদস্যসহ আমাদের তিনজনের হাসপাতালে প্রবেশাধিকার আছে। ম্যাডাম খালেদা জিয়া ছেলে ও নাতনিদের কাছে পেয়ে মানসিকভাবে বেশ ভালো আছেন-এটা বোঝাই যাচ্ছে। হাসপাতালে প্রতিদিন ছেলে ও দুই পুত্রবধূ আসা-যাওয়ার মধ্যে আছেন। ডা. জুবাইদা রহমান বাসা থেকে শ্বাশুড়ির জন্য রান্না করে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন। তিন নাতনি (জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান) দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন।’

তিনি আরও জানান, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন ২৪ ঘণ্টা হাসপাতালে থাকছেন। চিকিৎসক ও সফরসঙ্গীরা হাসপাতালের পাশেই হোটেলে থাকছেন।’

লন্ডনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, আগামী দু-একদিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হবে। কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখনো বড়দিনের ছুটিতে আছেন। তারা এসে খালেদা জিয়াকে দেখবেন। সে অনুযায়ী তার চিকিৎসাপদ্ধতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান ও খালেদা জিয়ার নাতনিরা সার্বক্ষণিক পাশে থেকে তার একাকিত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা : খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে কৃতজ্ঞতা জানিয়েছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ভেরিফায়েড ফেসবুক এবং এক্স হ্যান্ডলের পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবহণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এটি তার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। তিনি বলেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com