সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানী নিহতের প্রতিবাদে এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করেছে ছাত্র-ছাত্রীরা। অবরোধকালে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
বুধবার বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন বন্ধ করে সড়কে বিক্ষোভ করে বিপিএটিসি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী।
অবরোধকালে ছাত্র-ছাত্রীরা জানান তাদের দাবি নিরাপদ সড়ক এবং রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দায়ী বাসটির চালককে আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তারা।
এর আগে রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩ নম্বর ফটকের সামনে সড়ক পার হওয়ার সময় বিপিএটিসির সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানীকে ওয়েলকাম ব্যানারের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত রাব্বানীকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় বিপিএটিসির এস্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন।