গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে ভাঙচুর, আগুন এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছে ছয় দলীয় এই রাজনৈতিক জোট।
সোমবার এক যৌথ বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারি পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে মঞ্চের নেতারা বলেন, ৫ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নাগরিক ঐক্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ সময় তারা নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অফিসের বাইরে দুটো মোটরসাইকেলে আগুন দেয়। হামলায় মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরিফ হোসেনসহ পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেখানে জনগণ জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেখানে দখলদারিত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কথা সবাইকে মাথায় রাখতে হবে, জনগণ নতুন করে আওয়ামী লীগের মতো কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না। যারা সেই চেষ্টা করবে তারাও স্বৈরাচারী হাসিনা এবং সন্ত্রাসী দল আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। দখলদারিত্ব, লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতিকে যারা প্রশ্রয় দেবে- ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ তাদের জন্য নয়।