বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

থানায় বসে সালিশ করছেন হত্যা মামলার আসামি আ.লীগ নেতা

  • সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৯.১৬ এএম
  • ৭ জন

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামীলীগের সভাপতি বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। তবে তিনি মোহাম্মদপুর থানায় এসে পুলিশের সাথে বসে সালিশ করছেন। এ সময় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আওয়ামীলীগ নেতার পক্ষ হয়ে সালিশের অন্য পক্ষকে শাসাতে দেখা যায়।

সোমবার (৬ জানুয়ারী) রাত ১০টায় ডিএমপি মোহাম্মদপুর থানায় এ ঘটনা ঘটে।

থানায় বসে সালিশ করা ওই আওয়ামীলীগ নেতা হলেন- মোহাম্মদপুর বাবর রোড ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন।

জানা যায়, মোহাম্মদপুরের বাবর রোড আওয়ামীলীগের ইউনিট সভাপতি আবুল হোসেন এর ঢাকা উদ্যান বাসায় ভাড়া থাকেন হুমায়ন আহমেদ নামে এক ব্যক্তি।  তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় গত দুই মাস বাসা ভাড়া দিতে পারেননি।  এ বাসা ভাড়া আদায় করার জন্য আবুল হোসেন থানায় এসে লিখিত অভিযোগ দেন।

সেই অভিযোগের প্রেক্ষিতে বিবাদীদের পরিবারকে মোহাম্মদপুর থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন ডেকে তাদের নানা রকম হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে বিবাদীদের আজকের মধ্যে টাকা দিতে না পারলে থানায় হাজতে আটলে রাখবেন বলেও হুমকি দেন।

এ সময় মোহাম্মদপুর থানায় উপ-পরিদর্শকদের (এসআই) বসার বড় রুমে পুলিশের সাথে হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতাকে বসে থাকতে দেখা যায়। দীর্ঘ দুই ঘণ্টার দেন দরবার শেষে পুলিশ বিবাদী থেকে দ্রুত দুই কিস্তিতে টাকা পরিশোধ করার শর্তে একটি লিখিত মুচলেকা রাখে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখারকে কয়েক দফায় ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ওই আওয়ামীলীগ নেতা এসে জামায়াতের নেতা পরিচয় দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলো। পরে বিষয়টি আমাদের এক অফিসার বিষয়টি দেখছিল। আজকে শুনলাম তিনি আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com