জুলাই বিপ্লবের সঠিক তথ্য মানুষকে জানানোর এবং এর ইতিহাস ধরে রাখার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ জন্য ‘রিমেম্বারিং মুনসুন রেভ্যুলেশন’ নামে আট বিভাগে আটটি চলচ্চিত্র নির্মাণ করা হবে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রেস কনফারেন্সে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।
ফারুকী জানান, ফ্যাসিস্টের বিরুদ্ধে ২৪-এ যে গণ-অভ্যুত্থান হয়েছে, এ দেশে তা যুগে যুগে মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এই ইতিহাস যাতে মুছে না যায় সেজন্য মধ্যম দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে।
এ বছরের জুন মাসের মধ্যে এই আট চলচ্চিত্রের কাজ শেষ হবে। জুলাই মাসে ফিল্ম ফেস্টিভ্যাল করে এগুলো দেখানো হবে। এসব চলচ্চিত্র নির্মাণের খরচ বহন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
গেলো দুই থেকে তিন মাস প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকদের ওয়ার্কশপের মধ্য দিয়ে আট তরুণ চলচ্চিত্র পরিচালককে বাছাই করা হয়েছে। তারা এসব ছবি নির্মাণ করবেন বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।