মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

তারেকের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি

  • সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৪.০৫ পিএম
  • ৬ জন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনো পর্যন্ত তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে।

রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দুই সপ্তাহের পর লন্ডন সফর শেষে আজ দেশে ফেরেন তিনি।

সংবিধান সংশোধন, পরিবর্তন ও বাতিলের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান কবর বা বাতিল করা যায় না। বর্তমান সংবিধান সংশোধনী ও পরিবর্তন হবে আমাদের একমাত্র সর্বোত্তম পন্থা।

তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন বলে জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। নির্বাচন বিলম্ব করার যে কোনো ষড়যন্ত্র জনগণ নসাৎ করবে। সুতরাং শিগগিরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় আমাদের দ্রুত অগ্রসর হওয়া উচিত। সংস্কারের জন্য বিষয় সময় লাগার কথা না। জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দেওয়া হবে জরুরি কাজ। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব, তবে সেটা যেন কিংস পার্টি বা সরকারের সহোযোগিতায় না হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com