মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

  • সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৩.৫৫ পিএম
  • ৫ জন

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ
অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের চার নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এ সময় সচিবালয়ের সামনে কমপক্ষে ১০০ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮৮ জন পুরুষ, নারী ৩৩ জন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com