ক্ষমতায় গেলে দখলবাজ ও চাঁদাবাজমুক্ত দেশ গড়বে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা সেই যুগটা ফিরিয়ে আনতে চাই যে সমাজে চাঁদাবাজি, ঘুষ-সুদ এমনকি দখল বাণিজ্য থাকবে না। মানুষে-মানুষে এবং ধর্মে- ধর্মে কোন বৈষম্য হবে না। এই মানবিক দেশ আমরা তৈরি করতে চাই।
শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দীর্ঘ ১৮ বছর পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
আমীর বলেন, আমাদের জনসংখ্যাকে প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদকে পরিণত করতে চাই। এদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। পূর্বে আমরা দুইবার স্বাধীন হয়েছিলাম একবার ’৪৭-এ এরপরে ’৭১-এ স্বাধীন হয়েছিলাম। যারা এই স্বাধীনতায় জাতির কাছে ওয়দা করেছিলেন যে জাতির প্রত্যাশা পূরণ করবেন তারা জাতির সাথে সেই প্রতিজ্ঞা রক্ষা করেননি। বিশেষ করে স্বাধীনতার পর এই গত সালের পাঁচই আগস্ট পর্যন্ত তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে নিজেদের তালুক মনে করতেন।
শফিকুর রহমান বলেন, আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়তে চাই, এদেশে আমরা আর মাইনরিটি-মেজরিটি শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে, তারা সবাই ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এদেশের মর্যাদাবান নাগরিক।
জামায়াত আমির আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার প্রায় সাড়ে ১৫ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এটা বাংলাদেশের পাঁচটি বাজেটের সমান। এক রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে শেখ হাসিনা ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছেন। পদ্মা ব্রিজ তৈরি করতে যে টাকা খরচ করা হয়েছে, সে টাকা দিয়ে চারটা ব্রিজ করা সম্ভব।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ বাজার সিন্ডিকেট সৃষ্টি করেছিল যা বর্তমান সরকারও ভাঙতে পারেনি। সরকারকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে সিন্ডিকেটের হাত বদল হয়েছে মাত্র। আগে একদল সিন্ডিকেট চালাতো এখন আর এক দল সে দায়িত্ব নিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা বেকাদায় পড়বে বলে দেশে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কাউকে জোর করে বোরকা পরানো হবে না। মা বোনরা সন্তুষ্টির সাথে বোরকা পরবেন, পর্দা করতে চাইবেন তারা পরবেন। অন্য ধর্মের নারীদের আমি কিভাবে বোরকা পরতে বলব। শুধু হিন্দু নারী নয়, মুসলমান নারীদেরও বোরকা পরতে বাধ্য করা হবে না।
তিনি বলেন, এই কল্যাণ রাষ্ট্রে পূর্ণ যৌবনা নারী একা রাস্তা দিয়ে হাঁটবেন কোন জালিমের পক্ষে তার দিকে চোখ তুলে তাকানো সম্ভব হবে না। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয়।
জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণ মুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জামায়েতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনসহ বিভিন্ন জেলা জামাতের আমীররা। এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের প্রায় এক লাখ নেতাকর্মি উপস্থিত ছিলেন।