বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালিত হবে। তবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণা করা হবে কিনা তা পরিস্থিতি বলে দিবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বৈঠকে নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে কিছু বলেননি। শুধু আব্দুল হান্নান মাসুদ কথা বলেছেন।
মঙ্গলবার রাতে তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশী ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নিয়ে এখন বাংলামোটরে মিছিল করবেন তারা। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র করার উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
হান্নান মাসুদ বলেন, ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। মঙ্গলবারও সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহীদ মিনারে- আমরা বিপ্লবীরা একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।
মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্ন করলে মাসুদ বলেন, সেটা পরিস্থিতি বলে দিবে। প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।
এর আগে সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে।
সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ কর্মসূচি নিয়ে বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। সোমবার রাত ১০টায় বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকের মাঝখান থেকে দপ্তরের দায়িত্বে থাকা জাহিদ আহসান সাংবাদিকদের জানান রাত ১২টায় তারা সংবাদ সম্মেলন করবেন।
কিন্তু ঠিক ১২টায় বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বৈঠক থেকে বের হয়ে যান। তার কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ ও জুলাই ফাউন্ডেশনের আহবায়ক সারজিস আলমও বৈঠক থেকে বের হয়ে যান। এসময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও তারা কথা বলেনি।
এদিকে বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্র নেতা জানান,‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ চূড়ান্ত করা হয়েছিলো। কিন্তু হঠাৎ করে সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করার ঘোষণা দেওয়ার পর জটিলটা সৃষ্টি হয়। নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা মঙ্গলবারের কর্মসূচি বাস্তাবায়নের পক্ষে মতামত দিলেও বড় অংশ চাচ্ছে কর্মসূচি স্থগিত করা হোক।