বৈষম্যবিরোধী আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হয়। এতে যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক সহস্রাধিক ছাত্র-জনতা।
শহীদ মিনারের মূল বেদীর একপাশে শহীদ পরিবার ও অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা অবস্থান নিয়েছে।
এর আগে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে দুপুর দেড়টা থেকে ডিজিটাল ডিসপ্লে-তে ফ্যাসিবাদি দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্বারা পরিচালিত নির্যাতন-নিপীড়ন, গুম-খুন-ধর্ষণ, দুর্নীতি ও লুটপাট এবং জুলাই গণহত্যা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
অনেককেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে দেখা যায়। এসময় তাদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। উপস্থিত ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,খুনি হাসিনার ফাঁসি চাই,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ প্রভৃতি স্লোগান দেন।
এসময় উপস্থিত ছাত্র-জনতা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে শেখ হাসিনার বিচার দাবি করেন। এছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনের প্রেরণাকে ঘোষণা দেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে এক সিদ্ধান্তে ‘মার্চ ফর ইউনিটি’র ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।